দমদমা সেতু বধ্যভূমি
রংপুর কারমাইকেল কলেজ থেকে দুই মাইল দক্ষিণ-পূর্বে দমদমা সেতুর নিচে রয়েছে একটি বধ্যভূমি। এই বধ্যভূমিতে ৩০ এপ্রিল কারমাইকেল কলেজের শিক্ষক রামকৃষ্ণ অধিকারী, কালাচাঁদ রায়, সুনীলবরণ চক্রবর্তী, চিত্তরঞ্জন রায়সহ আরও অনেককে হত্যা করা হয়। প্রায় প্রতিদিন এখানে বাঙালিদের হত্যা করা হতো। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৮৪-৮৫; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৪১৫-৪১৬; দৈনিক বাংলা, ২৬ এপ্রিল ও ১৯ জানুয়ারি ১৯৭২)