You dont have javascript enabled! Please enable it! নিশবেতগঞ্জ বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

নিশবেতগঞ্জ বধ্যভূমি

স্বাধীনতার পর রংপুরের নিশবেতগঞ্জ সেতু এলাকার সর্বত্র মানুষের খুলি ও কঙ্কাল পড়ে থাকতে দেখা যায়। পীরগঞ্জের তহশিলদার আহমদ আলী এখানে অসংখ্য মানুষকে হত্যা করতে দেখেছেন। ১ এপ্রিল রাত ১১টায় এখানে একে একে ১২ জনকে হত্যা করা হয়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-৮৪-৮৫; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ ডা. এম এ হাসান, পৃ.-৪১৫-৪১৭; মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খণ্ড মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৩২৪; দৈনিক বাংলা, ২৬ এপ্রিল ১৯৭২; দৈনিক বাংলা, ১৯ জানুয়ারি ১৯৭২)