জাফরগঞ্জ পুল বধ্যভূমি
রংপুরের জাফরগঞ্জের পুল ছিল পাক হানাদার বাহিনীর একটি বধ্যভূমি। এখানে বহু মানুষকে হত্যা করা হয়। এই পুলের ওপর দুই দিনে ১০ জনকে হত্যা করা হয়। সেতুর কাছে বসবাসকারী মেহের উদ্দিন ও তার ছেলে এহসান উদ্দিন ১৯৭২ সালে এই তথ্য জানান। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৮৫; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৪১৫-৪১৭; দৈনিক বাংলা, ২৬ এপ্রিল ১৯৭২; দৈনিক বাংলা, ১৯ জানুয়ারি ১৯৭২)