শার্শা থানার বধ্যভূমি ও গণকবর
শার্শা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মনিরুজ্জামান মন্টু মাস্টার জানান, বিভিন্ন এলাকা থেকে মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনদের ধরে এনে খান সেনারা বুরুজবাগান হাসপাতালের উত্তর পশ্চিম কোণায় যেখানে এখনও তারের কাটার বেড়া দিয়ে ঘেরা আছে সেখানে নির্যাতনের পর নৃশংসভাবে হত্যা করত। শার্শা থানার সামনে, উপজেলা সমাজ সেবা কার্যালয়ের পিছনে অবস্থিত বড় পাতকুয়ার মধ্যে মুক্তিযোদ্ধাদের হত্যার পর লাশ ফেলে রাখা হতো।
মন্টু মাস্টার আরও জানান, একজন মুক্তিযোদ্ধাকে রাজাকাররা ধরে এনে খান সেনাদের কাছে দেওয়ার পর তারা শার্শা পাইলট হাইস্কুলের পিছনে পুকুর পাড়ে তাকে জ্যান্ত মাটি চাপা দেয়। এছাড়া হাইস্কুলের ছাত্রাবাসের পিছনে সারিবদ্ধভাবে বেশ কয়েকটি গণকবর রয়েছে। সংরক্ষণের অভাবে এসব গণকবর হারিয়ে যাচ্ছে।