You dont have javascript enabled! Please enable it! শাহবাজপুর উচ্চ বিদ্যালয় বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

শাহবাজপুর উচ্চ বিদ্যালয় বধ্যভূমি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বধ্যভূমিতে অনেক লোককে হত্যা করে পাক হানাদাররা। একাত্তরের জুলাইয়ে রাজাকাররা বহু নিরীহ বাঙালিকে ধরে পাকসেনাদের হাতে তুলে দেয়। তাঁদের অন্যতম হচ্ছেন- মো. লালচান্দ, জমির মিয়া, ইসাদ আলী, হারি মিয়া, তোতা মিয়া, মতিউর রহমান ও মাখন মিয়া। এঁদেরকে শাহবাজপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন বধ্যভূমিতে নির্মম নির্যাতনের পর সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশফায়ার করে মারা হয়। এছাড়া দৌলতপুর গ্রামের আওয়ামী লীগের নেতা ডাক্তার আব্দুর নূরকে এই বধ্যভূমিতে নৃশংসভাবে হত্যা করে পাকসেনারা। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস, তৃতীয় খণ্ড আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন সম্পাদিত, পৃ.-১৩৪-১৩৬)