খাগটেকা আখড়া বধ্যভূমি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের খাগটেকা গ্রামের ‘খাগটেকা আখড়ার’ পুবদিকে এ বধ্যভূমি। এপ্রিলের শেষ দিকে পাকহানাদাররা এই বধ্যভূমিতে অনেককে গুলি করে হত্যা করে। তাঁদের কয়েকজনের নাম হচ্ছে – রাজেন্দ্র দাস, রাজকিশোর দাস, আব্দুল আওয়াল প্রমুখ। এই হত্যাকাণ্ডের অন্যতম সাক্ষী হলেন গীতারঞ্জন দাস। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস, তৃতীয় খণ্ড – আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন সম্পাদিত, পৃ.-১৪০; একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-১২৩; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৪৩৩)