নড়িয়া বধ্যভূমি
মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম দিকে আপার কাগাবালা ইউনিয়নের সীমানায় নড়িয়া গ্রামে একাত্তরের ৫ মে পাকবাহিনী যায়। গ্রামবাসী পালিয়ে যেতে শুরু করলে পাকসেনাদের সহযোগী দালালরা তাঁদেরকে জীবনের নিশ্চয়তা ডীয়ে আবার গ্রামে ফিরিয়ে আনে। পাকসেনা ও তাঁদের দোসর দালালরা গ্রামের কামিনী দেবের বাড়ির দক্ষিণ পাশে ২৬ জন নিরাপরাধ গ্রামবাসীকে জড়ো করে এবং লাইনে করে দাঁড় করিয়ে তাঁদের ওপর গুলিবর্ষণ করে। পাকবাহিনীর হাতে সেদিন যারা প্রান বিসর্জন দেন, তাঁদের কয়েকজনের নাম হল- কামিনী কুমার দেব, প্রসন্নকুমার দেব, শ্রীধরকুমার দেব, উমেশচন্দ্র দেব, গৌরচরন দেব প্রমুখ। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-১২২; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৪৩১; সিলেটে গণহত্যা-তাজুল মোহাম্মদ, পৃ.-১২০-১২২)