হাজিগঞ্জ বাজার বধ্যভূমি
১৩৮৭ সনের ১১ জ্যৈষ্ঠ শুক্রুবার ছিল বাজার দিন। ঐদিন পাকসেনারা মুক্তিযোদ্ধাদের সহযোগী ইব্রাহিম আলী ও জছির আলীকে ধরে বড়লেখা থানা সদর হাজিগঞ্জ বাজার জামে মসজিদের সামনে নিয়ে আসে। এদিকে পাক কমান্ডার বাজারের সমস্ত লোককে একত্র করার নির্দেশ দিতেই রাজাকাররা বাজারের লোকজনকে এই মসজিদের সামনে জড়ো করে। তারপর পাক কমাণ্ডারের নির্দেশে গর্জে ওঠে পাকসেনাদের রাইফেল। গুলিগুলো তাঁদের বুক ফুঁড়ে মসজিদের দেয়ালে গিয়ে লাগে। এই হত্যাকাণ্ডে ইব্রাহিম আলী, জছির আলীসহ অনেকেই সেদিন শহীদ হন। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস, তৃতীয় খণ্ড – আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন সম্পাদিত, পৃ.-১৩৭-১৩৮; একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-১২৩; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৪৩৩)