You dont have javascript enabled! Please enable it! সি ও অফিস বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

সি ও অফিস বধ্যভূমি

বড়লেখা থানার সিও অফিস ছিল হানাদার বাহিনীর ক্যাম্প। ক্যাম্পের পুব পাশে টিলার নিচে একটি বধ্যভূমি রয়েছে। বিভিন্ন প্রত্যক্ষদর্শী জানায়, বড়লেখা থেকে অনেক লাশ পাকবাহিনী গাড়ি করে অন্যত্র নিয়ে গেছে। অনেককেই এই বধ্যভূমিতে হত্যা করা হয়েছে। এ বধ্যভূমি থেকে বেঁচে যান দুই বারের চেয়ারম্যান বড়লেখা প্রেসক্লাবের সভাপতি মন্তজির আলী। তার বর্ণনামতে, এ বধ্যভূমিতে দক্ষিণভাগের নরসুন্দর সম্প্রদায়ের ৬ জনকে বর্বররা সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস, তৃতীয় খণ্ড আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন সম্পাদিত, পৃ.-১৩৭;  একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-১২৩; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ ডা. এম এ হাসান, পৃ.-৪৩৩)