You dont have javascript enabled! Please enable it!

বড়লেখা থানা চত্বর বধ্যভূমি

মৌলভীবাজারের বড়লেখা থানা পশু হাসপাতালের দক্ষিণ পাশে প্রাণকৃষ্ণ আচার্যের বাড়ির পশ্চিম পাশে একটি বধ্যভূমি বধ্যভূমি রয়েছে। ঘোলষা গ্রামের বলাই দাসকে মে মাসের প্রথমদিকে পাকবাহিনী ধরে বড়লেখা ক্যাম্পে নিয়ে যায় এবং তার ওপর নির্যাতন চালায়। পরে পাকসেনারা তাকে বড়লেখা থানা চত্বর সংলগ্ন বধ্যভূমিতে নিয়ে অমানুষিকভাবে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে। স্বাধীনতার পর এই বধ্যভূমিতে মানুষের হাড়গোড়, কঙ্কাল পাওয়া গেছে। এ বধ্যভূমিতে ঘোলষা গ্রামের বলাই দাস, তার বাবা মদন লাল দাসসহ আরও অনেককে হত্যা করা হয়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস, তৃতীয় খণ্ড আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন সম্পাদিত, পৃ.-১৩৬-১৩৭;  একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-১২৩; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ ডা. এম এ হাসান, পৃ.-৪৩৩)

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!