লাতু বিডিআর ক্যাম্প বধ্যভূমি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের লাতু বিডিআর ক্যাম্প ছিল পাকবাহিনী অন্যতম ঘাঁটি ও নির্যাতন কেন্দ্র। স্বাধীনতার পর এই বধ্যভূমিতে মানুষের হাড়, খুলি এবং দেহের খণ্ডিত অংশ দেখেছে প্রত্যক্ষদর্শীরা। শহীদ মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের বৃদ্ধ বাবাকে এই ক্যাম্পে আটকে রেখে তার ছেলের মুক্তিযুদ্ধে যোগদানের প্রতিশোধ নেওয়া হয়। এ বধ্যভূমিতে অপকর্ম সাধনে অংশীদার ছিল শাহবাজপুর ইউনিয়নের তেরাদরম গ্রামের আজিজুর রহমান। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস, তৃতীয় খণ্ড – আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন সম্পাদিত, পৃ.-১৩৬; একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-১২৩; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৪৩৩)