You dont have javascript enabled! Please enable it! রাহামারা (ভাড়াউড়া) বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

রাহামারা (ভাড়াউড়া) বধ্যভূমি

১৯৭১ সালের ১ মে শ্রীমঙ্গল সরকারী কলেহ সংলগ্ন ভাড়াউড়া চা বাগানের রাহামারায় ৫০ জন নিরীহ চা শ্রমিককে পাক সেনারা লাইন করে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। এসবস শ্রমিককে উচ্চ মজুরিতে বাংকার খনন ও সামরিক প্রশিক্ষণের কথা বলে জড়ো করা হয়। সড়কের পাশে ছড়ার পাড়ে দাঁড় করিয়ে মুহূর্তের মধ্যে এঁদের ওপর গুলি চালায় হায়েনার দল। মরার ভান করে পাশের খাদে পড়ে যান কয়েকজন শ্রমিক। ভাগ্যক্রমে বেঁচে যান-রামদাড়ি হাজরা, জমায়ের হাজরা, চিনিয়া হাজরা, গোলাপচান হাজরা ও কেদারা লালা হাজরা। নিহতদের মধ্যে কয়েকজন হলেন-চিনিলাল হাজরা, গুরা হাজরা টিমা হাজরা, হোছনী হাজরা, কৃষ্ণচরন হাজরা, মহারাজ হাজরা, কুমার চান্দ তুরিয়া, নুনুলাল হাজরা প্রমুখ। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে বেঁচে যাওয়া কেদারা লাল হাজরা এই হত্যাকাণ্ডের বর্ণনা দেন।

এ ঘটনা অন্য যে সকল সূত্রে উল্লেখ রয়েছে- সিলেটে গণহত্যা-তাজুল মোহাম্মদ, পৃ.-১৬৫-১৬৬; একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৩৯১; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৪৩০; মুক্তিযুদ্ধ কোষ, চতুর্থ খণ্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৫২; বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র, অষ্টম খণ্ড- হাসান হাফিজুর রহমান সম্পাদিত, পৃ.-৪৯৬; দৈনিক পূর্বদেশ, ২৬ ফেব্রুয়ারি ১৯৭২; দৈনিক সংবাদ, ২৬ ফেব্রুয়ারি ১৯৭২। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত)