পূর্ববাশা বধ্যভূমি
শ্রীমঙ্গল উপজেলা সদরের ভূড়ভূড়িয়া চা বাগানের পাশে পুর্বাশা আবাসিক এলাকায় চা শ্রমিকরা বাস করতেন। শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরী জানান, মুক্তিযুদ্ধের সময় পূর্ববাশার দেওয়ান সামসুল ইসলাম প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাজাকারদের সহযোগিতায় ৮ যুবককে ধরে আনা হয়। ছোট পাহাড়ী ছড়ার পাড়ে তাঁদের গুলি করে হত্যা করে পাক সেনারা তাঁদের লাশ ছড়ায় ফেলে দেয়। এ ৮ জন শহীদ হলেন- ছয়বল রিকিয়াছেন, ছটুয়া রিকিয়াছেন, রঘুনন্দর রুহি দাস, ছিকনন্দন রুহি দাস, মুরলি বারই ও কানাইয়া ভর।