শাহবন্দর বধ্যভূমি
মৌলভীবাজার শহরতলীর শাহবন্দর এলাকায় ১৯৭১ সালের ২৭ মার্চ পাক বাহিনীর গুলিতে তারা মিয়া নামে এক গ্রামবাসী শহীদ হন। পরবর্তীকালে শাহবন্দর এলাকার তরুনদের উদ্যোগে গঠিত শাপলা ডি-এক্স ক্লাবের উদ্যোগে তার শহীদ হাওয়ার স্থানটিতে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছিল। পরে এটি মনু নদীর প্রতিরক্ষা বাধের গর্ভে হারিয়ে গেছে। স্থানটি আর সংরক্ষণের তেমন কোন চেষ্টা কেউ নেয়নি। (সূত্র: অধ্যাপক রফিকুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, মৌলভীবাজার জেলা শাখার ডেপুটি কমান্ডার)