You dont have javascript enabled! Please enable it! জয়বাংলা বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

জয়বাংলা বধ্যভূমি

জয়বাংলা বধ্যভূমি মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের দুঃসহ স্মারক। শ্রীমঙ্গল উপজেলা সদর থেকে ৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম কোণে সিন্দুরখান বাজারের প্রবেশ পথে চা বাগানের সাড়ে তিন একর জমি নিয়ে এ বধ্যভূমি। এ বধ্যভূমিতে পাক বাহিনীর বর্বর নির্যাতন ও নরহত্যার প্রত্যক্ষদর্শী মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার জানান, মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদাররা শতশত নিরীহ বাঙালি নারী-পুরুষকে ধরে এনে এখানে নির্বিচারে হত্যা করে। বাজারের বটগাছে ঝুলিয়ে অমানুষিক নিইর্যাতন বা গুলি করে হত্যা করে তাঁদের লাশ এ বধ্যভূমিতে মাটি চাপা দেওয়া হয়। অনেক লাশ শেয়াল কুকুরের খাদ্যে পরিণত হয়। দেশ স্বাধীন হওয়ার পর এ বধ্যভূমি থেকে অসংখ্য নারী-পুরুষের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়। ৭১ সালের মে মাসের প্রথম দিকে রাজাকারদের সহযোগিতায় পাকসেনারা করইতলা গ্রামের কনর মিয়া, কটাই মিয়া নোয়াগাও গ্রামের আব্দুল গফুর ও আব্দুল জব্বারকে এ বধ্যভূমিতে ধরে এনে হত্যা করে।