You dont have javascript enabled! Please enable it! তেড়ঘড়িয়া বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

তেড়ঘড়িয়া বধ্যভূমি

মুক্তিযুদ্ধকালে অনেকেই মেহেরপুর সদর উপজেলার এখানকার সীমান্ত দিয়ে ভারতে আশ্রয়ের জন্য গেছে। এ সময় পাক বাহিনীর হাতে অনেক মুক্তিযোদ্ধা ও সাধারণ নারী-পুরুষ ধরা পড়ে। তেড়ঘড়িয়া গ্রামের বিল কুলবতী স্থানে জড়ো করে পাক বাহিনী এঁদের প্রকাশ্যে গুলি করে। পরে একটি গর্ত খুঁড়ে তাঁদেরকে গণকবর দেওয়া হয়। মুক্তিযুদ্ধের পরে সেখান থেকে অসংখ্য মানুষের হাড় পাওয়া যায়। স্থানটি সংরক্ষিত নেই বলে এখন খুজে পাওয়া যায় না। (তথ্যসূত্র: তোজাম্মেল আযম রচিত মেহেরপুরের ইতিহাস গ্রন্থ, প্রথম খণ্ড, পৃ.-১৩৪)