You dont have javascript enabled! Please enable it! মেহেরপুর কালাচাঁদপুর বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

মেহেরপুর কালাচাঁদপুর বধ্যভূমি

৭১ সালে রাজাকারদের ইন্ধনে এ কালাচাঁদপুরে পাকবাহিনী ধ্বংসযজ্ঞ চালায়। এই এলাকায় অধিকাংশের বাড়ি পাকবাহিনী পুড়িয়ে দেয়। অর্ধশত মুক্তিযোদ্ধাকে ধরিয়ে দেয় রাজাকাররা। পাকবাহিনী এই সমস্ত মুক্তিযোদ্ধাদের ধরে চোখ বেঁধে একটি ঘরে নিয়ে সেখানে গুলি করে হত্যা করে। পরে কালাচাঁদপুর সড়ক সংলগ্ন একটি স্থানে গর্ত করে মুক্তিযোদ্ধাদের লাশ পুঁতে ফেলা হয়। মুক্তিযুদ্ধের পর সেখান থেকে অসংখ্য মানুষের হাড় কঙ্কাল উদ্ধার করা হয়। কিন্তু সংরক্ষিত না থাকায় এখন সেখানে গড়ে উঠেছে ঘরবাড়ি। (তথ্যসূত্র: সৈয়দ আমিনুল ইসলাম রচিত মেহেরপুরের ইতিহাস গ্রন্থ, প্রথম খণ্ড, পৃ.-৩১৩)