জোড়পুকুরিয়া বধ্যভূমি
১৯৭১ সালের ২৮ জুলাই মেহেরপুরের গাংনী থানাধীন মেহেরপুর-কুষ্টিয়া-সড়কের জোড়পুকুরিয়া ষোলটাকা রাস্তার সংযোগস্থল এলাকা তেতুলবাড়িয়া সীমান্ত দিয়ে ভারতের উদ্দেশ্যে গমনকারী শত শত নারী-পুরুষ-শিশুওকে পাক হানাদার বাহিনীরা নির্মমভাবে গুলি করে হত্যা করে। স্বাধীনতার পর এখান থেকে শতাধিক মাথার খুলি ও হাড় উদ্ধার হয়। কিন্তু এই স্থানটি সংরক্ষণ না করায় সেখানে গড়ে উঠেছে ঘড়বাড়ি। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-১১২, ৪০১-৪০৩; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৪০২; মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খণ্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-২০৩; দৈনিক সংবাদ, ২১ মে ১৯৯৩; দৈনিক সংবাদ, ২৫ নভেম্বর ১৯৯৫)