You dont have javascript enabled! Please enable it! মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয় বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয় বধ্যভূমি

মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয় চত্বর ছিল পাকবাহিনীর নির্যাতন কেন্দ্র ও বধ্যভূমি। এই বধ্যভূমিতে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা, ইছাকালী ও গোভীপুর গ্রামের মুক্তিযোদ্ধাদের হত্যা করে পুঁতে রাখা হয়। যুদ্ধ শেষে এখান থেকে বহু নরকঙ্কাল উদ্ধার করা হয়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-১১২; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ ডা. এম এ হাসান, পৃ.-৪০২; মুক্তিযুদ্ধ কোষ, চতুর্থ খণ্ড মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-১৬২; দৈনিক সংবাদ, ২১ মে ১৯৯৩)