You dont have javascript enabled! Please enable it!

সাতানিখিল খাল বধ্যভূমি

মুন্সীগঞ্জ সদর উপজেলার সাতানিখিল খাল বধ্যভূমি (কেওয়ার খাল বধ্যভূমি) এখানে ১৪ জন বুদ্ধিজীবীকে হত্যা করে ফেলে রাখা হয়। লাশগুলো সৎকার করারও সাহস পায়নি কেউ। এ কথা বলে জানান মুক্তিযোদ্ধা মো. ইকবাল হোসেন ও মুক্তিযোদ্ধা আবদুল খালেক আলো। মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত অন্যসুত্রে বলা হয়েছে-মুন্সীগঞ্জের কেওয়াড় গ্রামের পাশে খাল রয়েছে। স্বাধীনতা যুদ্ধের পর এই খালের আশেপাশে অসংখ্য নরকঙ্কাল ছড়িয়ে থাকতে দেখা যায়। তার মধ্যে হরিপদ মজুমদার নামের একজনের কঙ্কালকে চিহ্নিত করা যায়। (সূত্র: দৈনিক সংবাদ, ১১ ফেব্রুয়ারি ১৯৭২; বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র, অষ্টম খন্ড হাসান হাফিজুর রহমান সম্পাদিত, পৃ.-৪২৭)