পুরনো সিএন্ডবি ফেরিঘাট বধ্যভূমি
বাউশিয়া ফেরিঘাট বধ্যভূমিটি (পুরনো সিএন্ডবি ফেরিঘাট) ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বর্তমান মেঘনা-গোমতী সেতুর পাশে। এখানে চিরনিদ্রায় শায়িত আছেন এ.কে. এম নজরুল ইসলাম কিরন বলে জানান মুক্তিযোদ্ধা মো. ইকবাল হোসেন ও মুক্তিযোদ্ধা আবদুল খালেক আলো।
মুক্তিযোদ্ধা জাদুঘর সংগৃহীত অন্যসূত্রে বলা হয়েছে- স্বাধীনতার পর মুন্সীগঞ্জের গজারিয়ায় দুটি বৃহৎ গণকবরের সন্ধান পাওয়া যায়। এই গণকবর দুটি সিএন্ডবি ফেরিঘাটের ঢাকা-চট্টগ্রাম সড়কের ধারে নৃশংসতার নীরব সাক্ষী হয়ে আছে। এখানে ছিল পাকসেনাদের দুটি ঘাঁটি। তারা এই সড়ক দিয়ে যাতায়াতকারী অসংখ্য মানুষকে ধরে এনে হত্যার পর লাশগুলোকে উপরোক্ত গণকবর দুটিতে মাটিচাপা দিতো। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৬৪; দৈনিক পূর্বদেশ, ৮ এপ্রিল ১৯৭২)।