সাটুরিয়া হাটে মনোয়ার হোসেনের বাড়ি বধ্যভূমি
স্বাধীনতা পরবর্তীকালে মানিকগঞ্জের সাটুরিয়া হাট সংলগ্ন মো. মনোয়ার হোসেনের বাড়ির ভিটা খনন করে অসংখ্য লাশ উদ্ধার করা হয়। এখানকার প্রত্যেকটি লাশ গলাকাটা অবস্থায় পাওয়া যায়। যুদ্ধের সময় স্থানীয় দালালদের সাহায্যে পাকসেনারা এখানে বহু মানুষকে হত্যা করে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৩৫; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৬৫; দৈনিক বাংলা, ১৬ ফেব্রুয়ারি ১৯৭২; মুক্তিযুদ্ধ কোষ, চতুর্থ খণ্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-১৭১)।