You dont have javascript enabled! Please enable it!

গজারিয়ায় গোসইরচর বধ্যভূমি

গজারিয়া টিএন্ডটি অফিসের কাছের পাকা সেতুর কাছের গোসইরচর বধ্যভূমি রয়েছে। এই অঞ্চলের সবচেয়ে বড় গণকবর এটি। এখানে সবুজ কবি মোয়াজ্জেম হোসেনসহ প্রায় ৮০ শহীদের গণকবর দেওয়া হয়।

’৭১ সালের ৯ মে গজারিয়ার ১০টি গ্রামে হানাদার বাহিনীর গণহত্যায় ৩৬০ জন বাঙালি নিহত হন। এর মধ্যে গোসইরচর গ্রামে ১৩৫ জন নিরীহ নিরস্ত্র বাঙালি গণহত্যার শিকার হন। এছাড়াও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক গণকবর।

সাবেক মাথাভাঙ্গা (গোসইরচর) চাউলতাতলা ৪ জন, গোসইরচর ঠাকুর বাড়ির দক্ষিনপাশে ৫ জন, গোসইরচর রাঢ়ীকান্দির পশ্চিম পাশে রাস্তার পাশে ৩ জন, নয়ানগর গ্রামের পশ্চিম পাশে মেঘনা নদীর তীরে ৭ জন, সোনাইকান্দি রাস্তার পূর্বপাশে ২২ জন ও বালুরচর গ্রামের পশ্চিম পাশে জমির ধারে ৩ জনকে হত্যা করা হয়েছে। এসব তথ্য জানান, মুক্তিযোদ্ধা মো. ইকবাল হোসেন ও মুক্তিযোদ্ধা আবদুল খালেক আলো। গজারিয়া টিএন্ডটি অফিসের কাছের বধ্যভূমিতে স্তম্ভ নির্মাণ করা হয়েছে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!