You dont have javascript enabled! Please enable it! সাটুরিয়া হাট বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

সাটুরিয়া হাট বধ্যভূমি

মুক্তিযুদ্ধকালীন পাক হানাদার বাহিনী সাটুরিয়া আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে স্থায়ী ক্যাম্প স্থাপন করে। স্থানীয় পাক হানাদারদের দোসর ও রাজাকাররা উপজেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের এই ক্যাম্পের পিছন দিয়ে প্রবাহিত খালের মধ্যে লাশ ফেলে দেয়।

শ্রী সমীর চন্দ্র রায়, কালী প্রসূন রায়, মিনাল কান্তি রায়, ডা. বিজয় কান্তি রায়, ফজু পোদ্দার, কানু পোদ্দার, গাজী সাধু, রবিপাল, শ্রীমতি অরূনা সাহা, পারুল সাহা, মিনহাজ উদ্দিন, ডা. পরেশ ঘোষ, আ. হালিম, কালু শেখ, ওসমান বয়াতী, নিয়ামত আলী, মোক্তার আলী, নিতাই চন্দ্র সাহা, অতুল সাহা, রাধা চরন ঘোষ, ও আওলাদ হোসেনসহ অসংখ্য মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষকে হত্যা করা হয় এখানে। (সূত্র: সাটুরিয়া উপজেলা নির্বাহী কার্যালয় ও স্থানীয় প্রবীণ মুক্তিযোদ্ধা)