একনজরে মুক্তিযুদ্ধে মাদারীপুরের গণকবর চিহ্নিত করা গেছে
হত্যাকাণ্ডের সময় (শহীদের সংখ্যা) | গণকবর |
৯ মাসব্যাপী (অগণিত) | এ. আর. হাওলাদার জুট মিল |
৫ই জ্যৈষ্ঠ (১৬ জন) | মিঠাপুর শিকদার বাড়ি |
১৭ আষাঢ় (২২ জন) | মিঠাপুর ঘোষ বাড়ি |
১৫ কার্তিক (অজ্ঞাত সংখ্যক) | কমলাপুর কেষ্ট বোইদ্যের বাড়ির পুকুর পাড় |
১৫ কার্তিক ( ২৯ জন) | বাহাদুরপুর শিকারী বাড়ির পুকুর পাড় |
১৫ কার্তিক (১২ জন) | চৌহদ্দি হাটখোলা |
১৫ কার্তিক (১০ জন) | পূর্ব কলাগাছি সুষেণ হালদারের বাড়ি |
১৫ কার্তিক (সঠিক তথ্য পাওয়া যায়নি) | পাখুল্যা রাশু গাটিয়ার বাড়ি পুকুর পাড় |
৫ জ্যৈষ্ঠ (১০ জনের অধিক) | কদমবাড়ী গণেশ পাগলের আশ্রম |
৫ জ্যৈষ্ঠ (২৫ জনের বেশি ) | সেনদিয়া বারিকাদার বাড়ির পুকুরের পূর্ব পাড় |
৫ জ্যৈষ্ঠ (২৫ জনের বেশি) | সেনদিয়া বারিকাদার বাড়ির পুকুরের উত্তর পাড় |
৫ জ্যৈষ্ঠ (৩০ জনের বেশি) | সেনদিয়া বুড়ির ভিটার বাশতলা |
৫ জ্যৈষ্ঠ (৩০ জনের বেশি) | সেনদিয়া বুড়ির ভিটার কলাতলা |
(মাদারীপুরের তথ্য সূত্র: মাদারীপুর এরিয়া কমান্ডার মুক্তিযোদ্ধা আলমগীর হোসাইন, মুক্তিযোদ্ধা ও সাবেক মাদারীপুর পৌর চেয়ারম্যান খলিলুর রহমান খান, মুক্তিযোদ্ধা শ. ম. হারুন-অর-রশিদ, মুক্তিযোদ্ধা ললিত মোহন ভক্ত, ফাদার মারিনো রিগন, মোশি বাড়ৈ (প্রভাষ))।