You dont have javascript enabled! Please enable it! কাচারি ঘাট বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

কাচারি ঘাট বধ্যভূমি

ময়মনসিংহ শহরের অদূরে ব্রহ্মপুত্র নদী তীর সংলগ্ন কাচারি ঘাটে রয়েছে একটি বধ্যভূমি। মুক্তিযুদ্ধের সময় পাকসেনা ও রাজাকাররা এখানে যেসব বাঙালিকে হত্যা করেছে তাঁদের অধিকাংশেরই লাশ ব্রহ্মপুত্র নদীতে ফেলে দিয়েছিল। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-১০৪; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ ডা. এম এ হাসান, পৃ.-৩৭০; দৈনিক পূর্বদেশ, ৩ ফেব্রুয়ারি ১৯৭২; মুক্তিযুদ্ধ কোষ, তৃতীয় খণ্ড মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৩৮)।