কেওয়াটখালি রেলওয়ে কলোনি বধ্যভূমি
ময়মনসিংহ কেওয়াটখালি রেলওয়ে কলোনিতে রয়েছে একটি বধ্যভূমি। স্বাধীনতা যুদ্ধ শেষ হলে এই বধ্যভূমি থেকে অসংখ্য মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়। এটি বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ব্রহ্মপুত্র নদীর পাড়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-১০৪; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৭০; দৈনিক পূর্বদেশ, ৩ ফেব্রুয়ারি ১৯৭২; মুক্তিযুদ্ধ কোষ, তৃতীয় খণ্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৩৮)।