বড়বাজার বধ্যভূমি
ময়মনসিংহ শহরের বড় বাজারে একটি বধ্যভূমি রয়েছে। একটি কক্ষে পাওয়া যায় চওড়া দুটি কাঠের টুকরো যাতে চাপ চাপ রক্তের চিহ্ন ছিল। ধারণা করা হয়, এই কাঠের টুকরোর উপর রেখেই হতভাগ্য বাঙালিদের জবাই করে হত্যা করা হতো। এছাড়া যুদ্ধের পর বড় বাজার সংলগ্ন একটি পুকুরে পাওয়া গেছে অসংখ্য নরকঙ্কাল। পাশে দুটি কুয়ো মানুষের লাশে ভরা ছিল। এ থেকে অনুমান করা হয় যে, এই কালীবাড়িতে পাঁচ শতাধিক মানুষকে হত্যা করা হয়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-১০৪; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৭০; দৈনিক পূর্বদেশ, ৩ ফেব্রুয়ারি ১৯৭২; মুক্তিযুদ্ধ কোষ, তৃতীয় খণ্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৩৮)।