মহাবিদ্যালয় বধ্যভূমি
ব্রাহ্মণবাড়িয়া কলেজ প্রাঙ্গণে এবং কলেজের পশ্চিম পাশের দানা মিয়ার বড়িতে (বর্তমানে ফুড অফিস নামে পরিচিত) পাক বাহিনীর নির্যাতন ক্যাম্প ছিল। এখানে বহু মানুষকে ধরে এনে দিনের পর দিন নির্যাতন করে বিভিন্ন বধ্যভূমিতে নিয়ে হত্যা করা হয়েছে। কলেজ চত্বরেও বহু লোককে হত্যা করা হয়। ঢাকাস্থ ধানমন্ডি থানার তৎকালীন দারোগা সিরু মিয়া ও তার কিশোর ছেলেকে এখানে আটক করে নির্যাতন করা হয়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: জয়নুল হোসেন মুক্তিযুদ্ধ গবেষক, ব্রাহ্মণবাড়িয়া)
অন্যান্য সূত্রেও এটির উল্লেখ পাওয়া যায় – একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-১৩৮-১৩৯; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-১৮৩, ৩৮৮; দৈনিক বাংলা, ২৬ ফেব্রুয়ারি ১৯৭২।