You dont have javascript enabled! Please enable it!

রামপাল বধ্যভূমি ও গণহত্যা

রামপালের রাজাকার বাহিনী সারাদিন ঘুরে ঘুরে যাদের ধরতো তাঁদের উপজেলা সদরের ডাকবাংলোর সামনের নদীর ঘাটে এনে জবাই করে লাশ নদীতে ভাসিয়ে দিত। রামপাল উপজেলার ইসলামবাদ গ্রামের হামিদ শেখ তখন রামপাল রাজাকার ক্যাম্পের জল্লাদ ছিলেন। সে কুড়াল দিয়ে কুপিয়ে মানুষ মারতো।

১৫ অক্টোবর ২৮ আশ্বিন বেলা দুইটার দিকে রাজাকাররা গিলাতলা বাজার থেকে গিলাতলা গ্রামের তারক নাথ পাল, বিজন কুমার পাল ও প্রভাত কুমার পাল এবং পাশের সুন্দরপুর গ্রাম থেকে কুঞ্জবিহারী পাল, মতিলাল পাল ও অজিত পালকে ধরে আনে। সন্ধ্যার আগে এই ছয়জনকে বেঁধে রামপাল ডাকবাংলো ঘাটের বধ্যভূমিতে নিয়ে কুপিয়ে হত্যা করে। তবে অজিত পাল আহত হয়েও বেঁচে যান। (তথ্যসূত্র: বাংলাদেশের মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস)