মঘিয়া বধ্যভূমি ও গণহত্যা
১৫ অক্টোবর ২৮ আশ্বিন শুক্রুবার কচুয়া উপজেলার তিন কিলোমিটার উত্তর পশ্চিমে মঘিয়া গ্রামে ১৫ জনকে হত্যা করা হয়। বিকেল চারটার দিকে কচুয়া থেকে পাঁচ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভাসা বাজার থেকে কচুয়া থানার রাজাকার বাহিনী ২৫-৩০ জনকে আটক করে। দুই সারি করে কচুয়ার দিকে নিয়ে যাওয়ার পথে সন্ধ্যায় মঘিয়া এলাকায় রাস্তার পাশে খালের কাছে একে একে তাঁদের কাউকে জবাই করে, গুলি করে বা বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে। এদিন যারা নিহত হন তারা কচুয়া উপজেলার ভাসা, সানপুকুরিয়া, আন্ধারমানিক, সিটাবাড়ি, রথখোলা এবং পাতিলাখালী গ্রামের বাসিন্দা ছিলেন। আটকদের মধ্যে কয়েকজন মুসলমান ধর্মালম্বীকে নির্যাতনের পর পাকিস্তানের পক্ষে ওয়াদা করিয়ে ছেড়ে দেয় তারা। (সূত্র স্বরোচিষ সরকারের ‘একাত্তরের বাগেরহাট’)