You dont have javascript enabled! Please enable it!

মেহেন্দিগঞ্জের ৩টি বধ্যভুমি বালিকা বিদ্যালয় সংলগ্ন খাল, বদিরপুর পুল বধ্যভূমি ও থানা খাল

মে মাসের প্রথম দিকে মেহেন্দীগঞ্জে পাক বাহিনী আসে। তারা এখানে অবস্থান না করলেও প্রায়ই বিভিন্ন এলাকা থেকে লোকজন ধরে বদির পুল, বালিকা বিদ্যালয় সংলগ্ন খালের মুখ ও থানা খালে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করত। দেশ স্বাধীন হওয়ার পর ১৯ ডিসেম্বর এখানে শত শত নরকঙ্কাল ও মাথার খুলি পাওয়া যায়। এখানে কত মানুষ হত্যা করা হয়েছে তার সঠিক কোনো হিসেব নেই। এই তিন বধ্যভূমি চিহ্নিত করা হলেও কোনো স্মৃতিস্তম্ভ নেই। (সূত্র: উপজেলা মুক্তিযোদ্ধা সহায়ক পরিষদের সদস্য সরদার আনিচুর রহমান)

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!