বাকেরগঞ্জের ৩টি বধ্যভূমি কলসকাঠী, বেবাজ ও শ্যামপুর
একাত্তরের ২৮ মে হিন্দু প্রধান এলাকা কলসকাঠী এলাকায় পাক সেনা দু’টি লঞ্চে করে এসে কলসকাঠী গ্রাম ঘিরে ফেলে এবং তারা বিভিন্ন বাড়ি থেকে কয়েক শত হিন্দুকে কলসকাঠী বন্দরে নয়ে জড়ো করে। পাকবাহিনী প্রায় ৪শ’ জনকে হত্যা করেছিল। ব্যক্তিগতভাবে এখানে ফলক নির্মিত হয়েছে।
বেবাজ গণহত্যায় ২ শতাধিক নারী পুরুষ ও শিশু নিহত হয়। এখানে কোন স্মৃতি চিহ্ন নেই। এছাড়া, শ্যামপুর বধ্যভূমিতে হত্যা করা হয়েছে ৩০/৪০ জনকে (সূত্র: মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খণ্ড, সুশান্ত ঘোষের প্রতিবেদন)