কাঠিরা বাজারের বধ্যভূমি
১৯৭১ সালের ২০ মে সকালে কাঠিরা বাজারে দু’জন ভিক্ষুকে হত্যা করে পুরো গ্রামটি ঘেরাও করে রাখে। ওই সময় হানাদাররা কাঠিরা গ্রামে আশ্রয় নেওয়া ৪৫ জন মুক্তিযোদ্ধাকে ধরে এনে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। এছাড়াও রাজিহার রাংতা বিলে ৫’শ, রাজিহারে ফান্সিস হালদারের বাড়িতে ৮ জন, দক্ষিণ শিহিপাশা গ্রামে ২০ জনকে হত্যা করে পাকবাহিনী। (সূত্র: সাংবাদিক খোকন আহম্মেদ হীরার কাছে দেওয়া প্রত্যক্ষদর্শী কাশীনাথ পাত্রের ছেলে জগদীশ পাত্রের সাক্ষ্য)