ত্রিশ গোডাউন বধ্যভূমি
স্বাধীনতা যুদ্ধের সমর্থনকারী কিংবা পাকিস্তানের বিরোধীতাকারীদের হত্যা করা হতো ত্রিশ গোডাউন কম্পাউন্ডের পানি উন্নয়ন বোর্ডের একটি পরিত্যক্ত ভবনে। এটি অবস্থান: বরিশাল নগরীর ১২ নং ওয়ার্ডে। পরে তাঁদের নদীর তীর পর্যন্ত বিস্তৃত এলাকায় ফেলে রাখা হতো। প্রত্যক্ষদর্শী নগরীর নাজিরপোল এলাকার নবজাগরণ সংঘের রিকসা চালক আনোয়ার জানান, এখানে শুধু হত্যা করা হতো না। নারীদের ধর্ষণ করাও হয়েছে। পরে তাঁদের শরীর টুকরো টুকরো করত হানাদাররা। এখানে কত নারী ও পুরুষকে হত্যা করা হয়েছে তার সঠিক কোনো তথ্য জানা যায়নি। পাকবাহিনী বিভিন্ন এলাকা থেকে বাঙালিদের ধরে নিয়ে এসে ওই এলাকাতে হত্যা করে। পরে তাঁদের লাশ কখনও মাটিচাপা আবার কখনও বা নদীতে ফেলে দেয়। (সুত্র: প্রত্যক্ষদর্শী নগরীর নাজিরপোল এলাকার নবজাগরণ সংঘের রিকসা চালক আনোয়ার হোসেন।)