You dont have javascript enabled! Please enable it! রেলওয়ে কলোনীর বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

রেলওয়ে কলোনীর বধ্যভূমি

১৯৭১ সালের ৩০ এপ্রিল। দিনটি ছিল শুক্রুবার। রেল কলোনির পুকুরপাড়ে ৭ জনকে গুলি করে হত্যা করে পাক সেনারা। এঁরা হলেন, আব্দুস সাত্তার (অটিডর এজি অফিস ঢাকা), দুই সহোদর মাওলানা আবদুল কাদের ও আব্দুস সালাম, আবদুল গণি (অব. জেলা পরিদর্শক সমবায় সমিতি), আবদুল মতিন সুজা, মোহন আলী শেখ (বাচ্চা) ও অজ্ঞাত আরও একজন। এঁদের সবার বাড়ি বগুড়া শহরের চক সুত্রাপুরে।

মুক্তিযোদ্ধা আবদুল রশিদ শেখ জানান, পাক সেনারা রেলস্টেশন এবং আশপাশের এলাকা থেকে তাঁদের ধরে নিয়ে এসে এক জায়গায় গুলি করে হত্যা করে সেখানে পুঁতে রাখে। ২০০২ সালে সেখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে।