কালিদহ-পাহালিয়া সেতু বধ্যভূমি
ফেনীর রেলওয়ে কালিদহ-পাহালিয়া সেতু ছিল একটি বধ্যভূমি। কালিদহ ইউনিয়নের কুখ্যাত রাজাকার কমান্ডার আশেপাশের গ্রাম থেকে মুক্তিযোদ্ধা সন্দেহে বাঙালিদের ধরে হাত –পা বেঁধে দুটি রেল বগিতে তোলা হতো। তারপর রেলবগির পেছন দিক থেকে রেলের ইঞ্জিন বগি দু’টিকে ঠেলে পাহালিয়া সেতুর গোড়ায় নিয়ে যেতো। এখানে আগে থেকেই প্রস্তুত থাকতো ঘাতক পাকসেনা ও রাজাকার দল। এরপর কুখ্যাত রাজাকার নূর ইসলাম হতভাগ্য বন্দীদের বগি থেকে নামিয়ে লাইনে দাঁড় করিয়ে একের পর এক গুলি চালিয়ে হত্যা করে নদীতে ফেলে দিতো। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-১৪৪-১৪৫; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ- ডা. এম এ হাসান, পৃ.-৩৯১)