দাগনভূইয়া সেতু বধ্যভূমি
ফেনীর দাগনভূইয়া এলাকা ব্যবহার করা হয়েছে বধ্যভূমি হিসেবে। এখানে অসংখ্য মানুষের কঙ্কাল ও মাথার খুলি পাওয়া গেছে। এখানে কত মানুষকে হত্যা করা হয়েছে তার পরিসংখ্যান জানা যায়নি। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-১৪৫; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ- ডা. এম এ হাসান, পৃ.-৩৯১; মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খণ্ড- মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৩৭৯)