You dont have javascript enabled! Please enable it! দাউদপুর সেতু বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

দাউদপুর সেতু বধ্যভূমি

ফেনী নদীর ওপর নির্মিত দাউদপুর সেতু এবং তার তলদেশে রয়েছে একটি বধ্যভূমি। বিভিন্ন স্থান থেকে বাঙালিদের ধরে এনে ব্রিজের উপর দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হতো। ফেনী কলেজের জীববিজ্ঞানের অধ্যাপক ফজলুল হককে এখানে হত্যা করা হয়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-১৪৪; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ- ডা. এম এ হাসান, পৃ.-৩৯১; মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খণ্ড- মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-২৬০; দৈনিক সংবাদ, ৮ অক্টোবর ১৯৯৩)