You dont have javascript enabled! Please enable it! জেলার অন্যান্য বধ্যভূমি ও গণকবর - সংগ্রামের নোটবুক

জেলার অন্যান্য বধ্যভূমি ও গণকবর

এছাড়াও সদর উপজেলার ভাঙ্গীডাঙ্গী ও বৈদ্যডাঙ্গী (বর্তমানে পদ্মা নদীতে বিলীন) ঈশান গোপালপুর সরকার বাড়ি, কানাইপুর সিকদার বাড়ির অন্ধকূপ, ময়লাগার, জেলার নগরকান্দার কোদালিয়া শহীদনগরের চাদহাট, আলফাডাঙ্গার মালা গ্রামে, বোয়ালমারীতে কামারগ্রাম সরকারি কলেজের পাশে, সদরপুরের সাড়ে সাতরশি ও কৃষ্ণপুর, মধুখালীতে গাজনা ও মছলন্দপুর, সালথায় কেশারদিয়া ও কুমারকান্দিসহ জেলার বিভিন্ন স্থানে শতাধিক বধ্যভূমি ও গণকবর রয়েছে।