জানদিগ্রাম বধ্যভূমি
ফরিদপুরের ভাঙ্গা থানার জানদিগ্রামে পাক হানাদার বাহিনী ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। এই গ্রামের সেন বাড়িতে বিভিন্ন এলাকা থেকে ৮/১০টি পরিবার এসে আশ্রয় নেয়। সেনবাড়ি ঘেরাও করে পাকিস্তানি বাহিনী ২৫০ জনকে হত্যা করে। সেনবাড়ি আঙ্গিণায় রয়েছে এঁদের গণকবর। (সূত্র: বিভন্ন গ্রন্থ ও সংবাদপত্র থেকে মুক্তিযুদ্ধ জাদুঘরের সংগৃহীত তথ্য থেকে)