You dont have javascript enabled! Please enable it! চাঁদের হাট বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

চাঁদের হাট বধ্যভূমি

চাঁদের হাট ফরিদপুরের একটি গ্রাম। ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসে পাকবাহিনী গ্রামটিকে ঘিরে ফেলে। এই গ্রামের মধ্যে একটি শুকনো ডোবা ছিল। গ্রামের নিরীহ শিশু-নারী-পুরুষরা প্রাণ বাঁচাতে ঐ ডবায় আশ্রয় নেয়। আত্মগোপন করেও তারা সেদিন রক্ষা পায়নি। হানাদার বাহিনী গুলি করে ওই ডবায় আশ্রয় নেওয়া ১৬১ জনকে হত্যা করে। শুকনো ডোবা সেদিন মানুষের রক্তে ভরে উঠেছিল। (সূত্র: বিভন্ন গ্রন্থ ও সংবাদপত্র থেকে মুক্তিযুদ্ধ জাদুঘরের সংগৃহীত তথ্য থেকে)