কাউখালি লঞ্চঘাট বধ্যভূমি
পিরোজপুর কাউখালী লঞ্চঘাটে রয়েছে একটি বড় বধ্যভূমি। এখানে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয় সুভাষ চন্দ্র দত্ত ও কালু মহাজনসহ আওয়ামী লীগের ৫ জনকে এছাড়াও সহস্রাধিক নারী-পুরুষকে নির্যাতন করে হত্যা করা হয়। অন্যসূত্রে বলা হয়েছে- একাত্তরের ২২ মে কাউখালি লঞ্চঘাটে পিরোজপুর কলেজের ছাত্র মোক্তদিরুল ইসলামকে হাত-পা ভেঙে নির্মমভাবে হত্যা করা হয়। কাউখালির জনৈক সুভাষ দত্তকে এই ঘাটে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-১১৪-১১৫, ৩৪১-৩৪২; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ- ডা. এম এ হাসান, পৃ.-৪২৬-৪২৭; মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খণ্ড- মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৩৫৮; মুক্তিযুদ্ধ কোষ, তৃতীয় খণ্ড- মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-২২; দৈনিক সংবাদ, ৯ জুলাই ১৯৯৩)