স্টেডিয়াম বধ্যভূমি
ফরিদপুর স্টেডিয়ামে (বর্তমানে শেখ জামাল স্টেডিয়াম) পাকিস্তানি সেনাদের নির্যাতন ক্যাম্প ছিলো। যুদ্ধের সময় নিয়মিতই এখানে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সমর্থক সাধারণ বাঙালিদের ধরে আনা হতো। তাঁদের ওপর নির্যাতন চালানো হতো। ফরিদপুরের চকবাজারের আব্দুল্লাহ, চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জের সৈয়দ চেয়ারম্যানসহ অসংখ্য নারী-পুরুষকে এ ক্যাম্পে নির্যাতন করে হত্যা করেছে পাকিস্তানি সেনারা।
স্বাধীনতার পর ওই স্টেডিয়ামের পূর্বকোণে একটি বধ্যভূমি আবিষ্কৃত হয়। এখানে মানুষের হাড়, কঙ্কাল, মাথার খুলি, শাড়ির আঁচল, চুড়ি ইত্যাদি পাওয়া যায়।
বধ্যভূমিটি দীর্ঘদিন অরক্ষিত ছিলো। পরে মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুলের উদ্যোগে এখানে একটি স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে।
তথ্যগুলো জানান, মুক্তিযোদ্ধা আবদুল মজিদ মিয়া ও আবুল কালাম আজাদ। এছাড়াও আবু সাঈদ খানের মুক্তিযুদ্ধে ফরিদপুর, মো. সোলাইমান আলীর মুক্তিযুদ্ধে বৃহত্তর ফরিদপুর, মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যও ব্যবহার করা হয়েছে।