You dont have javascript enabled! Please enable it!

কুড়িয়ানা বিদ্যালয় বধ্যভূমি

একাত্তরের ৬ মে পাকবাহিনী পিরোজপুরের স্বরূপকাঠীতে ঘাঁটি স্থাপন করে। এসময় তারা আটঘর-কুড়িয়ানা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ডোবায় ৪শ’ জনকে হত্যা করার পর তাঁদের লাশ মাটিতে পুঁতে রাখে তারা। স্বাধীনতার পর ঐ জায়গা থেকে কয়েকশ’ মানুষের মাথার খুলি উদ্ধার করা হয়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-১১৫, ৩৪১; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ- ডা. এম এ হাসান, পৃ.-৪২৬; মুক্তিযুদ্ধ কোষ, প্রথম খণ্ড- মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৮৪-৮৫; মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস, প্রথম খণ্ড- আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন সম্পাদিত, পৃ.-১৯৭; দৈনিক সংবাদ, ৯ জুলাই ১৯৯৩)

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!