You dont have javascript enabled! Please enable it! তেজদাসকাঠি প্রাথমিক বিদ্যালয় বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

তেজদাসকাঠি প্রাথমিক বিদ্যালয় বধ্যভূমি

সদর উপজেলার কদমতলার পোরগোলা, টোনা ইউনিয়নের তেজদাসকাঠীর খেজুরতলায় ২৩ জনকে হত্যা করা হয়। এছাড়া জুজখোলা গ্রামের আইউব আলী মেম্বরের পরিবারের ১৪ জনকে হত্যা করা হয়।

সদর উপজেলার পাড়েরহাট মৎস্য বন্দরেও রয়েছে একটি বধ্যভূমি। এসব বধ্যভূমিতে ৫ সহস্রাধিক নারী-পুরুষকে হত্যা করা হয়। অন্যসূত্রে বলা হয়েছে – একাত্তরের জুনে পাকসেনারা পিরোজপুর সদর থানার তেজদাসকাঠী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালের পাড়ে একসঙ্গে ২৩ জনকে হত্যা করে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-১১৫, ৩৪১; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ- ডা. এম এ হাসান, পৃ.-৪২৬; মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খণ্ড- মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৩৫৭; মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস, প্রথম খণ্ড- আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন সম্পাদিত, পৃ.-১৯৬; দৈনিক সংবাদ, ৯ জুলাই ১৯৯৩)