You dont have javascript enabled! Please enable it!

মাঝদিয়া গ্রাম বধ্যভূমি

পাবনা শহরের পশ্চিমে পদ্মার পলি-জমা ছোট গ্রাম মাঝদিয়া ও মাছপাড়া। ১১ এপ্রিল পাকসেনারা ঈশ্বরদী দখল করে নেওয়ার পর গ্রাম দুটোর মানুষ ঘর ছেড়ে পালিয়েছিল। কিন্তু অবাঙালিদের কথার চালে ভুলে এবং তাঁদের দেওয়া খাদ্য সামগ্রী পেয়ে তারা আবার গ্রামে ফিরে আসে। ২২ এপ্রিল ভোর না হতেই গ্রামে জ্বলে উঠল আগুন। দিশেহারা গ্রামবাসী আত্মীয়-পরিজন ছেড়ে জীবন বাঁচানোর তাগিদে ছুটলো। কিন্তু পালাবার পথ ছিল না। তিন দিক থেকে রাইফেল উচিয়ে অবাঙালিরা ঘিরে ফেলেছে। তাঁদের হাতে রাইফেল, তরবারি ও বল্লম। শত শত মানুষ বুলেটের আঘাতে লুটিয়ে পড়লো। পাচশ’র মতো মানুষ সেদিন প্রাণ দিয়েছিল। মুখরিত জনপদ মুহূর্তেই রূপান্তরিত হয়েছিল বিরানভূমিতে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-৯৮-৯৯; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ- ডা. এম এ হাসান, পৃ.-৪২০; মুক্তিযুদ্ধ কোষ, তৃতীয় খণ্ড- মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-২৬৫)