You dont have javascript enabled! Please enable it!

নাগডেমরা বধ্যভূমি

পাবনার হিন্দু অধ্যুষিত এলাকা সাথিয়া উপজেলার নাগডেমরা। ১৯৭১ সালের জুনে পাক বাহিনী নাগডেমরায় অতর্কিতে আক্রমণ চালায়। পাক হানাদাররা ঘরে ঘরে হানা দিয়ে হত্যা করে নারী ও শিশুদের। এছাড়া অবশিষ্ট গ্রামবাসীকে একটি খাদের ধারে নিয়ে লাইন করে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কোলাহলপূর্ণ একটি গ্রাম বিরান অঞ্চলে পরিণত হয়। সেদিন হানাদাররা এখানে প্রায় ৩/৪শ’ নর-নারী, বৃদ্ধ-যুবক, শিশুকে হত্যা করেছিল। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: মুক্তিযুদ্ধের কিছু কথা: পাবনা জেলা আবুল কালাম আজাদ, পৃ.-৩৮-৩৯; একাত্তরের বধ্যভূমি ও গণকবর সুকুমার বিশ্বাস, পৃ.-৯৫; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ- ডা. এম এ হাসান, পৃ.-৪১৮)