বিসিক শিল্পনগরী বধ্যভূমি
পাবনা শহর থেকে ৩ কিলোমিটার পশ্চিমে পাবনা-পাকশী সড়কে পাশে ছাতীয়ানীতে বিসিক শিল্পনগরী অবস্থিত। স্বাধীনতা যুদ্ধ শুরুর আগেই ২৫ মার্চ রাতে পাক হানাদার বাহিনীর এখানে ঘাঁটি গাড়ে। ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতে ২শ’ পাক সেনা আধুনিক অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে পাবনা শহরে এসে পৌছায়।
তারা যুদ্ধাকালে পাবনায় হত্যাযজ্ঞ চালায় এবং এখানে লাশ পূতে রাখতো। অন্যান্য সূত্রদের এখানকার বর্ণনা পাওয়া যায়- একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৯৫; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ- ডা. এম এ হাসান, পৃ.-৪১৮।
পাবনার মুক্তিযোদ্ধা বেবী ইসলাম জানান, এই জেলার বিসিক শিল্পনগরী ছিল পাকসেনাদের অন্যতম বধ্যভূমি। পাবনায় এরকম আরও অনেক স্থানে নাম-না-জানা অসংখ্য শহীদদের লাশ পুঁতে ফেলা হয় যুদ্ধকালীন সময়ে।