You dont have javascript enabled! Please enable it!

ওয়াপদা পাওয়ার হাউজ বধ্যভূমি

পাবনা শহর থেকে ৩ কিলোমিটার উত্তরে নুরপুর এলাকায় অবস্থিত। স্বাধীনতা যুদ্ধকালীন এটি ছিল পাক বাহিনীর ক্যাম্প। আলবদর, আলশামস ও রাজাক্র বাহিনীর সহায়তায় মুক্তিযোদ্ধাদের আত্মীয় স্বজন এবং সাধারণ মানুষকে ধরে এনে এখানে হত্যা করা হয়।

এটি এখন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা ওয়াপদা পাওয়া হাউজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং গ্রিড লাইনের আঞ্চলিক কার্যালয়। এই কার্যালয়ে প্রাঙ্গনে অসংখ্য গণকবরের সন্ধান পাওয়া গেছে। স্বাধীনতার পর এই স্থানের বিভিন্ন গণকবর খুঁড়ে হাজার হাজার নরকঙ্কাল উদ্ধার করা হয়। পাক সেনারা এই কার্যালয়টিকে তাঁদের সদর দপ্তর হিসেবে ব্যবহার করতো। ওয়াপদা কার্যালয়ের ঝাড়ুদার ছিলেন ভানুলাল। ভানুলাল স্বাধীনতা যুদ্ধকালীন অসংখ্য ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি এরকম একটি মাত্র গণকবর থেকে অন্তত ষোলটি নরকঙ্কাল গুনতে পেরেছিলেন। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্যসূত্র: একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৯৫; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ- ডা. এম এ হাসান, পৃ.-৪১৯; মুক্তিযুদ্ধ কোষ, প্রথম খণ্ড- মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৩৭১; দৈনিক বাংলা, ৮ ফেব্রুয়ারি ১৯৭২;  দৈনিক পূর্বদেশ, ৭ ফেব্রুয়ারি ১৯৭২)

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!